লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২৩-২৪ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গত ২৪ আগষ্ট, বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও লায়ন বিলকিস নূর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন নাজনীন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন বাবলী চৌধুরী, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সানজিদা খানম, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানা নতুন প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ক্লাবের নতুন সেক্রেটারী লায়ন সানজিদা খানম ও ট্রেজারার লায়ন শ্যামলী দাশ দায়িত্ব গ্রহণ করেন।
২য় অধিবেশনে ক্লাবের নতুন প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে ও লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমার পরিচালনায় অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র কার্যক্রম গতিশীল করতে ব্যাপক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজের সুফল হিসেবে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো বহিবিশ্বে সুনাম অর্জন করেছে। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার মুল লক্ষ ও উদ্যেশ্য দেশের কল্যাণ ও মানব সেবামূলক কাজ করা। মাহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যা সহ দেশের যে কোন দুর্যোগে দরিদ্র বঞ্চিত মানুষের জন্য সহায়তা নিয়ে পাশে দাড়ায় লায়ন্স ক্লাব। এতে উপকৃত হচ্ছেন বঞ্চিত জনগোষ্ঠী।
বক্তারা, ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার আহবান জানান।