সুনামগঞ্জের দোয়ারাবাজাররে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কলাউড়া যুব সংঘের উদ্যোগেএ খেলার আয়োজন করা হয়।
সাদিক গ্রুপ বনাম ফ্রেন্ডস গ্রুপ একাদশ ফুটবল দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস ফুটবল একাদশ ও রানার্সআপ হয় সাদিক গ্রুপ একাদশ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত খেলার সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ আলম।এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, আমির হোসেন (মেম্বার) প্রভাষক মাস্টার ফারুক আহমদ, উদীয়মান তরুণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, সাংবাদিক হাবিবুল্লাহ হেলালি, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন খেলাধুলার মতো সৃজন কাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। আজ বাংলাদেশের তারুণ্য জেগে উঠেছে।তারুণ্য এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।বাংলাদেশকে সুশৃঙ্খল আর মাদকবিরোধী সফল রাষ্ট্রে পরিণত করতে হলে তরুণ সমাজকে বেশি বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে বলেও তিন মত দেন।পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার একটি ওয়াল্টন ফ্রিজ তুলে দেন।