শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতক সুনামগঞ্জের উদ্যোগে বোরো ধান কর্তন ও নমুনা শষ্য কর্তন উৎসব পালিত সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ ধর্মপাশায় মোটর সাইকেল দিয়ে এক কৃষককে হত্যার ঘটনা তিনলাখ টাকায় ধামাচাপার চেষ্টা মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু দক্ষিণ সুরমার মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩, মামলা দায়ের সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগ ও জেলা আহবায়ক কমিটি গঠন শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাতক নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান

সাবেক সাংসদ এবাদুর রহমানের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

ডেক্স নিউজ:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মরহুম অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় একজন জনপ্রিয় নেতা হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক—ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

আমি অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা