সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য মো: ওবায়দুল্লাহ ইসহাক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ইং) দিবা-গত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার সালটিকর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন সঙ্গীসহ তিনি মারা যান। উদীয়মান জনপ্রতিনিধি হিসেবে মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।