রোটারি ইন্টান্যাশনাল ডিস্টিক ৩২৮২ বাংলাদেশ এর গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, শিক্ষা চিকিৎসা, মানব সেবা সহ বিভিন্ন কল্যাণমূলক কাজের মধ্যে রোটারি ক্লাব সুনামের সাথে কাজ করছে। সফল কাজের স্বীকৃতি স্বরূপ রোটারি ক্লাব বহির্বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, রোটারি ক্লাবের মানব সেবা, দেশের দুঃস্থ, বঞ্চিত, জনগোষ্ঠী সুবিধা গ্রহণের মাধ্যমে উপকৃত হচ্ছেন। তিনি ক্লাবের কার্যক্রম আরো তরান্বিত করতে স্ব স্ব অবস্থান থেকে রোটারিয়ানদের ভূমিকা রাখার আহবান জানান।
গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান গত ১৭ সেপ্টেম্বর রবিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির অফিসিয়াল ক্লাব পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান অরূপ রায় পিএইচএফ এমসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ডিস্ট্রিক অফিসিয়াল হিসেবে বক্তব্য রাখেন এরিয়া এডভাইজর পিপি হানিফ মোহাম্মদ, এরিয়া ডিরেক্টর পিপি একেএম শামছুল হক দিপু, জোনাল কো-অর্ডিনেটর পিপি ইঞ্জিনিয়ার মোঃ এএইচ আর রব্বানি, এসিসটেন্ট গভর্ণর পিপি আহমেদ হোসেন কায়েছ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান ওয়াহিদ পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সেলিম খান এমপিএইচএফ এমসি, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ তোফায়েল আহমদ পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল জলিল মল্লিক, পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সোহেল মোহাম্মদ চৌধুরী পিএইচএফ এমসি, আইপিপি রোটারিয়ান নিধু ভূষণ দাস, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ আব্দুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সাইফুল আলম, সেক্রেটারী রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান সুরঞ্জিত কুমার দেব, টেজারার রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান এডভোকেট সোহেল মিয়া, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, ডিরেক্টর যুবসেবা রোটারিয়ান বাবুল দেব, সার্জেন্ট অ্যাট আর্মস রোটারিয়ান রোটারিয়ান রতন দে প্রমুখ।
অনুষ্ঠানে রোটারিয়ান পিপি সেলিম খান ও ক্লাবের সহযোগিতায় কিডনী রোগে আক্রান্ত একজন রোগীকে ডায়লসিস সাপোর্ট, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এডুকেশন সাপোর্ট, রোটারিয়ান পিপি সেলিম খানের পক্ষ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর অপারেশনের জন্য নগদ অর্থ বিতরণ করেন গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান সহ ক্লাব নেতৃবৃন্দ।
সকল কার্যক্রম শেষে ফেলোশিপ ডিনারের মাধ্যমে ক্লাব প্রেডিডেন্ট অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।