২০০০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান ও সিলেট বিভাগের সুপরিচিত পাঠাগার সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮০০ (১-৮০০) তম সাহিত্য আসর উপলক্ষে ‘সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’ এর জন্য মোট ২০ জন সেরা (৫ জন তরুণ, ৮ জন যুবক ও ৭ জন প্রবীণ) লেখকের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (০১ অক্টোবর ২০২৩) আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে ‘সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা অনুষ্ঠান পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রভাষক আবদুল কাদির জীবন উপস্থাপনায় উপস্থিত ছিলেন পাঠাগারের সচিব ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’র উপকমিটির আহবায়ক অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
অনুষ্ঠানে ‘সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করেন পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
ছড়ার জন্য পুরস্কৃত করা হয়েছে- দেলোয়ার হোসেন দিলু, কবির আশরাফ, আতাউর রহমান বঙ্গী, আবদুল কাদির জীবন।
কবিতার জন্য পুরস্কৃত করা হয়েছে হয়েছে- সিরাজুল হক, কামাল আহমদ, গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, আজমল আহমদ, নাঈমুল ইসলাম গুলজার।
গল্পের জন্য পুরস্কৃত করা হয়েছে মিনহাজ ফয়সল, জেনারুল ইসলাম।
প্রবন্ধের জন্য পুরস্কৃত করা হয়েছে ছয়ফুল আলম পারুল, সোনিয়া কাদির, শামসীর হারুনুর রশিদ, জুঁই ইসলাম, সৈয়দ মুস্তাফিজুর রহমান।
গানের জন্য পুরস্কৃত করা হয়েছে- মোঃ আব্দুল মতিন, মাজহারুল ইসলাম মেনন, বাহা উদ্দিন বাহার, তাসনিম যায়েদ।
প্রায় ১০০ জন প্রতিযোগীর মধ্যে কবিতা, গল্প, প্রবন্ধ, গান ও ছড়ায় সেরা ২০ জন লেখককে পুরস্কৃত করা হয়। সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮০০ (১-৮০০) তম সাহিত্য আসর উপলক্ষে তিন বিভাগে( তরুণ অনুর্ধ ১৫-৩০, যুবক অনুর্ধ ৩১-৫০ এবং প্রবীণ অনুর্ধ ৫১-১০০ বছর) এবং পাঁচ কেটাগরিতে (কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প, গান) মোট ২০ জন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়।