বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইকবাল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র বিতরণ করা হলো দুইজনের নামে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল টিমের ওপর হামলার, অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ব্যাকম্যান থার্ড ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লীগের বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ব্যাকম্যান থার্ড ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লীগের বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ।

অনুষ্ঠানের সমন্বয়ক ও ইংলিশ প্রোগ্রামের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, আরটিএম এইচ আরডিসি’র পরিচালক ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী, প্রক্টর সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মিয়া, ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইকিউএসি ডাইরেক্টর প্রফেসর ডক্টর জাকারিয়া হাবিব, সিএসই ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারি, ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন সহ অপরাপর ডিপার্টমেন্টের প্রধানগণ, সহকারী রেজিস্ট্রার রিফাতুল হোসেন রিপন, আহলে আদনান চৌধুরী, নুজহাত আল হাসান, রিজওয়ানা ইফফাত, কারিমা বেগম প্রমুখ সহ সকল শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এই বাছাইপর্ব অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রাথমিক থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট প্রায় ৩০টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি মাধ্যমে বানান, ব্যাকরণ, দেয়াল পত্রিকা, উপস্থিত বক্তৃতা, ছোট গল্প লেখা ও সুন্দর হাতের লেখা ইত্যাদি ১৪টি ইভেন্টের উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে কুশল বিনিময় শেষে প্রতিযোগিতার বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। ভাইস চ্যান্সেলর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ পাঠক্রমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের এই প্রতিষ্ঠান পার্টিসিপেটরি এপ্রোচের ভিত্তিতে শিক্ষার্থীদের জন সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে থাকে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের কর্মবান্ধব শিক্ষার প্রতি আকৃষ্ট করতে শিক্ষক-অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান নর্থসাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান।

দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ, ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাজেদ আহমেদ চঞ্চল ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক নুসরাত রিকজা, অনুষ্ঠানে সহায়তাকারী ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা