বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি আজ। মৌলভীবাজারের শেরপুরে আইন-শৃংখলা বাহিনীর সতর্ক অবস্থানে এখনও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আতংকে সড়কে গণপরিবহন কম ও যান চলাচল অনেকটা কম, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা।
সরেজমিন দেখা গেছে, শেরপুর এলাকায় ঢাকা টু সিলেট এনা পরিবহন, মিতালী পরিবহন চলছে অন্যদিকে হবিগঞ্জ টু সিলেট পরিবহন বন্ধ রয়েছে। পাশাপাশি শেরপুর টু সিলেট লোকাল বাস বন্ধ রয়েছে আবার শেরপুর থেকে শ্রীমঙ্গলবাহী বাস চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- শেরপুরে অনেক যাত্রী লোকাল বাস চলাচল না করায় অনেকে গন্তব্যে যেতে পারছেন না।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হরতালবিরোধী সতর্ক অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সতর্ক অবস্থানে।