বিএনপি আহুত ২য় দফার টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে নগরীর সুবিদবাজার এলাকায় যুবদলের উদ্যোগে মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সিলেট-সুনামগঞ্জ রোডের সুবিদবাজার এলাকায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, উসমান গনি, যুবদল নেতা গাজী লিটন, দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, আরজু আহমদ, বাবলু আহমদ, শায়েল রহমান, রিপন চৌধুরী, মকসুদল করিম ইমন, রাজু আহমদ, কামাল হোসেন, হোসেন আহমদ, আবদুল আলিম, ফলিক হোসেন, রুমেল আহমদ, নিজাম খা, জাবেল আহমদ, আবুল হোসেন, লায়েক আহমদ, সোয়েব আহমদ, পারবেজ আহমদ, মারজান, সহিদুল হক নজরুল ইসলাম প্রমুখ।
মিছিল পিকেটিং কালে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের দিন শেষ হয়ে আসছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে বাকশালীদের গদি রক্ষার ষড়যন্ত্র সফল হবেনা। দেশপ্রেমিক জনতার বিজয় সময়ের ব্যাপার মাত্র। সকল হুমকী ধামকী উপেক্ষা করে কেন্দ্রঘোষিত কর্মসূচী সফল করতে হবে।