সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু প্রতি গভীর শ্রদ্ধা ও স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর প্রতি স্মৃতিচারন করে ছিলেন বলেছেন, পীরপুরের রাস্তা ঘাট যোগাযোগের ব্যাবস্থা ছিল করুন, শুধো গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের স্কুল কলেজে ৫কোটি ৪০লক্ষ টাকার উন্নয়ন হয়েছে। সরকার উন্নয়ন বান্ধব জনগণের সরকার।
তিনি আরও বলেন, আগামীতে সরকার নির্বাচিত হলেই ছাতক দোয়ারার প্রতিটি স্কুলে শেখ রাসেল ল্যাব স্থাপন করা হবে। তিনি বিএনপিকে উদ্দ্যেশ করে বলেন, হবে হচ্ছে বলে কখনোই প্রতারনা আমি কিংবা আমার সরকার করেনি। তিনি বলেন, বিএনপি হরতাল অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। তার দ্বায়ভার তাদের দিতে হবে। এসময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণকে উদ্ভদ্ধ করেন।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে ছাতক উপজেলার শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয় ও পীরপুর বাজার পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের মাঠে পীরপুরে শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ৪র্থ তলা ‘স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী ভবন নির্মানে (৪কোটি) ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন। এর আগে ১ কোটি টাকা ব্যয়ে পীরপুর খাগামুড়া প্রাইমারী স্কুলের ভবন ও ৪০ লাখ টাকা ব্যয়ে পীরপুর বাজারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি মানিক।
সভায় শুকুরুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি
বজলুল হক চৌধুরী’র সভাপতিত্বে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, চেয়ারম্যান আওলাদ হোসেন, চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, সিলেট মহানগর সেচ্চাসেবকলীগ নেতা রশিদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, এডভোকেট আজিজুর রহমান, রাজন মেম্বার।
মুহিবুর রহমান মানিক আরও বলেন, নির্বাচন আসলে কিছু মৌসুমী পাখিদের মতো নেতারাও বিদেশ থেকে দেশে এসে লাফিয়ে বেড়ান তাদের থেকে দূরে থাকবেন। আমি কথা দিচ্ছি আগামী নির্বাচন পরে আমার নির্বাচনী এলাকার ১৪শ গ্রামে কোন মাঠির রাস্তা থাকবে না ইনসাআল্লাহ।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, পালপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুস সামাদ, ফারুক আহমদ সরকুম, ছমরু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিঞা, ছৈলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ান পরিমল দেবনাথ, পরেশ চন্দ, মাস্টার নাছির উদ্দীন, আব্দুস সামাদ, যুবলীগ নেতা জয়নাল আহমদ, যুবনেতা আবু হানিফা সায়মন, খায়রুল হুদা, দোলারবাজার ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল হোসেন, সেচ্চাসেবকলীগ নেতা কৃপেশ চন্দ, যুবলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা পাভেল আহমদ, ইউপি সদস্য মিজানুর রহমান, শাহ মোহাম্মদ আলী মুজিব, মাহমুদ আলী, ফয়জুল বারী, আবুল হাসনাত, রাজন তালুকদার, আবুল বশর, জমির হোসেন, পীরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান, পীরপুর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবুল বাশার, যুবলীগ নেতা আরজ আলী, উপজেলা যুবলীগ নেতা নিয়ামত আলী, আব্দুল মতিন প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাকিম রায়হান
কোরআন শিক্ষার্থী লোবনা বেগম।