বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন এর মামা দক্ষিণ সুরমা উপজেলার জালাল পুর ইউনিয়নের রায়খাইল শিকদার পাড়া নিবাসী বিশিষ্ট মুরব্বি আব্দুল জব্বার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উলেখ্যঃ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশিষ্ট মুরব্বি আব্দুল জব্বার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।