পর্তুগাল প্রবাসী তরুন সমাজকর্মী লিপন আহমদ এর পিতা বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লী মোঃ আনা মিয়ার ২য়
মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগফেরাত কামনায় দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ নভেম্বর শুক্রবার দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বি জয়াইদ আলী, মনির আলী, আকরম আলী, রাসাইদ আলী, মজাইদ আলী, ওস্তর আলী, প্রবাসী আব্দুস শহীদ, হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ,
যুব সমাজের মধ্যে আব্দুর রহমান, শাহ জাহান, আজমল আলী, আব্দুল আহাদ, জুনেদ আহমদ, মুহিন আহমদ এলো, প্রবাসী আব্দুস সামাদ, রুম্মান আহমদ, সুবেল আহমদ, এমাদ আহমদ, সাকির আহমদ, সুহেদ আহমদ প্রমুখ। এছাড়াও স্থানীয় অসংখ্য মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে পর্তুগাল প্রবাসী লিপন আহমদ এর পিতা বিশিষ্ট মুরব্বি মরহুম আনা মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসাইন। বিজ্ঞপ্তি।