আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি কন্ট্রোল সেল-আইকিউএসি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির হল এ সেমিনার সম্পন্ন হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
আরটিএম এইচআরডিসির পরিচালক ও আরটিএম ইউনিভার্সিটির বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ এডুকেশনের পরিচালক অধ্যক্ষ ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী’র সভাপতিত্বে সেমিনারে আইকিউএসি’র উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আইকিএসির ধারণা, কার্যকারিতা, কর্মপ্রবাহ ও প্রয়োজনীয়তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন।
সেমিনারে প্রাসঙ্গিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু ছায়ীদ আব্দুল্লাহ, প্রক্টর সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল আলম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, সিএসই ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আনসারী, ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন ও সহকারী রেজিস্ট্রার রিফাতুল হোসেন রিপন। এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংলিশ প্রোগ্রামের হেড সহকারী অধ্যাপক নুসরাত রিকজা’র সঞ্চালনায় সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক মোঃ আব্দুল্লাহ রাজীব।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ ইউনিভার্সিটি পর্যায়ে মানসম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি কন্ট্রোল সেল-আইকিউএসি’র ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বিশ্ব অর্থনীতির চলমান প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিমন্ডলে কর্মবান্ধব শিক্ষার চাহিদা বিশ্লেষণসহ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রেক্ষিত বর্ণনা করে বলেন,আমাদের এই ইউনিভার্সিটিতে আমরা শুরু থেকেই কোয়ালিটি কন্ট্রোলের দিকে নজর দিয়ে আসছি। এই ইউনিভার্সিটিতে আইকিউএসি’র সম্পৃক্ততার কারণে আমাদের কোয়ালিটি কন্ট্রোল আরও বেগবান হবে।