শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতক সুনামগঞ্জের উদ্যোগে বোরো ধান কর্তন ও নমুনা শষ্য কর্তন উৎসব পালিত সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ ধর্মপাশায় মোটর সাইকেল দিয়ে এক কৃষককে হত্যার ঘটনা তিনলাখ টাকায় ধামাচাপার চেষ্টা মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু দক্ষিণ সুরমার মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩, মামলা দায়ের সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগ ও জেলা আহবায়ক কমিটি গঠন শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাতক নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান

রাষ্ট্রিয় পর্যায়ে সম্মাননা লাভ করায় সিলেটের মাছুম আহমদ চৌধুরীকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

আব্দুল খালিক,দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধি :

জাতীয় পর্যায়ে রাষ্ট্রিয় সম্মাননা লাভ করেছেন সিলেটের গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কোষাধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরী। গত ৩ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিডিএফ’র কোষাধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরী সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ-২০২৩ সনে পুরস্কার গ্রহণ করেন।
জাতীয় পর্যায়ে রাষ্ট্রিয় সম্মাননা লাভ মাছুম আহমদ চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর সহ সভাপতি, তৃণমুল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত এম তাজুল ইসলাম তারেক, গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, নির্বাহি সদস্য প্রমেশ দত্ত, এডাভোকেট রকিব আলী খান, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ উড়িষা, ভারতের সভাপতি ডাঃ স্নেহা লতা মন্ডল, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সিনিয়র সহসভাপতি সৈয়দ আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সারমিন আক্তার রেবা, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রোকসানা বেগম, ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সডমেন্ড ফাউন্ডেশনের মহাসচিব অমিও চক্রবর্তী, নির্বাহী সদস্য স্বপন মাহমুদ, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় সিলেটের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, জকিগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি আল আমিন হক ময়নুল, দিশারী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা বিশ্বনাথের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল লেইছ, সহ-সভাপতি মখন মিয়া, সাধারণ সম্পাদক মোছাঃ আসমা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা হবিগঞ্জের সাবেক সভাপতি এবং জেলা আইন ও সুরক্ষ কমিটি বাহুবল উপজেলা সদস্য মোঃ তাহের মিয়া প্রমুখ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বলেন, মাছুম আহমদ চৌধুরী দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করায় সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ-২০২৩ সনে জাতীয় পর্যায়ে রাষ্ট্রিয় সম্মাননা লাভ করেছেন। এটা সিলেটবাসীর জন্য গৌরবের বিষয়। নেতৃবৃন্দ প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন তথা শিক্ষা, সাংস্কৃতিক সহ সর্বক্ষেত্রে জিডিএফ এর মাধ্যমে মাছুম আহমদ চৌধুরীকে আরো বেশি বেশি সেবা ও কল্যাণমূলক কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা