সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর চান্দপুর জয়নগর গ্রাম সংলগ্ন কালনী নদী থেকে স্কচটেপ দিয়ে মুখ ও পা বাধা ভাসমান অবস্থায় সুজিত বর্মন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উত্তর চান্দপুর গ্রামের বড়হাটির শ্যামা বর্মনের ছেলে। শনিবার(০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এমন সংবাদের ভিত্তিতে, ৬নং করিমপুর ইউনিয়নের বিট অফিসার এসআই (নিরস্ত্র) মাহবুব ছিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
পরিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবক শারীরিক প্রতিবন্ধী ছিল, গেল কয়দিন ধরে ওই যুবকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সকাল নদী থেকে একটি লাশ উদ্ধার করার খবর পেয়ে স্বজনরা লাশ সনাক্ত করে।
অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহীদুল মুন্সী জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।