সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আমাকে ছাতক দোয়ারার মানুষকে ভালোবাসেন বলেই প্রধানমন্ত্রী স্বাধীনতার প্রতীক নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আপনাদের ভালোবাসার কারনে আমি উপজেলা চেয়ারম্যান থেকে বারবার আপনাদের ভোটে এমপি হয়েছি।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও গ্রামে সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি মুলক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন।
ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলীর সভাপতিত্বে যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঞ্চালনে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফজলুর রহমান। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান হিরু, ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল আহমদ।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌর আওয়ামীলীগ নেতা কহিন চৌধুরী, সুমন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানী, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রিয়াদ আহমদ, হাফিজুর রহমান প্রমুখ।