মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইকবাল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র বিতরণ করা হলো দুইজনের নামে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল টিমের ওপর হামলার, অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

গোয়াইনঘাটে শিশুশিল্পীর উপর স্কুল শিক্ষকের অমানবিক নির্যাতন || থানায় অভিযোগ দায়ের

বিলালুর রহমান,জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও শিশুশিল্পী আহমদ আল নাফিসের উপর ইংরেজি শিক্ষক আব্দুস শুকুর কর্তৃক রোলকলে সাড়া না দেওয়ার কারণে বাঁশের কঞ্চি দিয়ে ক্লাসে উপর্যুপরি বেত্রাঘাত ও ৫০ বার কানধরে ওঠবস করিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণকালে সাংবাদিকদের কাছে তার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। ওই শিক্ষার্থী উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপির আটলিহাই গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনার পর সন্ধ্যায় শিক্ষার্থী নাফিসের মা সাহেদা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষার্থী নাফিস জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাসে প্রেজেন্টেশনে সাড়া দেওয়ার পরও স্যার আমাকে বাঁশের কঞ্চি দিয়ে উপর্যুপরি পিটিয়েছন, কানধরে ওঠবস করিয়েছেন, দেড়টায় ছুটি হলেও ক্লাসে আটকে রাখেন তিনি। পরে আমি ২টার দিকে বাড়িতে ফিরি।

অভিযোগের বিষয়ে স্কুল শিক্ষক আব্দুস শুকুর সত্যতা স্বীকার করে বলেন সে একটু বেয়াদবি করেছে। প্রেজেন্টেশনের সময় প্রেজেন্ট দেই নাই। আমিও তার উপর একটু বেশি করে ফেলছি। তিনি জানান, ঘটনার পর আমি তার মায়ের সাথেও কথা বলেছি।

জানতে চাইলে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শরিফ উদ্দীন বলেন, আমরা এই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় লড়বো। প্রতিবছর এরকম তিন-চারটি ঘটনা ঘটলেও ভয়ে কেউ কথা বলতে চায় না।
আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশ মোহন দেব বলেন, আমরা এই বিষয়টি নিয়ে সমাধানের জন্য বৈঠকে রয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দে বলেন, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আপনার কাছ থেকে শুনলাম।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন অভিযোগের সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা