সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, জ্ঞান, শৃঙ্খলা, সেচ্ছাসেবী মনোভাব নিয়ে ক্যাডেটরা দেশ ও জাতির সেবা করবে। যারা রেংক পড়ে পদোন্নতি পেয়েছ তারা দায়িত্বশীল হয়ে কাজ করবে। নতুন ক্যাডেটরা বি এন সি সি নিয়ম মেনে ট্রেনিং নিয়ে নেতৃত্বের গুণাবলী অর্জন করে দেশ ও জাতির সেবা করবে।
অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট সরকারি মদন মোহন কলেজের হল রুমে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি)’র নতুন ক্যাডেটদের নবীনবরণ ও র্যাংক ব্যাজ পরিধান করিয়ে ক্যাডেটদের পদোন্নতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সরকারি মদন মোহন কলেজের বি এন সি’র লে. মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্ব ও ক্যাডেট আন্ডার অফিসার শুভ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে লে. কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীর বলেন, ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতা করে ভাল মানুষ হয়ে ক্যাডেটরা দেশ ও জাতির সেবা করবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজ উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, বিএনসিসিও লে. জেবা আমাতুল হান্না, স্টাফ বকুল, ক্যাডেট আন্ডার অফিসার আহসাহউল্লা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।