সৌদি আরব থেকে ছুটিতে আসছিলেন দেশে কিন্তু ছুটি শেষে যেদিন আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল এই দিন খালার বাড়ি থেকে মটর সাইকেল নিয়ে বিদায় নিয়ে আসার সময় সুজন আহমেদসহ তারা ৩জন বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন।এর মধ্যে সুজনের অবস্থা আশষ্কাজনক ছিল। আহত হওয়া বাকি ২ জন সুস্থ হলেও সুজন আহমেদ (২৫) ৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে আর বাচঁতে পারেনি।সে জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। আজ ১২ ডিসেম্বর রাতে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উনার খালাতো ভাই নাজিম উদ্দিন মুন্না।
উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুরের ঢাকা-আউশকান্দি মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা ৩ জন আহত হয়েছিলেন ।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল কলেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটেছিল।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে সুজন (২৫) নামের একজনে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।