সুনামগঞ্জের জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের পাটলী এলাকার কৃতি সন্তান দারুল হাদিস লতিফিয়া ইংল্যান্ড মাদ্রাসার ভাইস্ প্রিন্সিপাল শায়েখ হযরত মাওলানা আব্দুল কাহ্হার সাহেব কে স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা তালামীযের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম’আ মিনাজপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ এর তথ্য ও গবেষণা সম্পাদক ও জগন্নাথপুর উপজেলার সংগঠনিক সম্পাদক সমছু মিয়া সুজল , ইস্ট লন্ডন কমিটির আল ইসলাহ নেতা হাজী মুক্তার মিয়া,মাস্টার রুহুল আমিন।
সংবর্ধিত অতিথি কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, জগন্নাথপুর উপজেলা পূর্ব তালামীযের সভাপতি মো:আব্দুল ওয়াহিদ,সহ -সভাপতি সেজু কুরেশী,পাঠলী ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক জাকারিয়া শুভ,পাঠলী আঞ্চলিক শখার সভাপতি মো:আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।