দীর্ঘ ৯ মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের ইজ্জত আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে।
এই ডিসেম্বরের কুয়াশাঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা।
আজ ১৬ই ডিসেম্বর শনিবার ভোরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আনসার-ভিডিপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১নং খলিলপুর ইউনিয়নের সকল আনসার ভিডিপির সদস্য এবং সদস্যাদের নিয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার ইউনিয়ন সহকারী কোম্পানি কমান্ডার মোঃ শামীম আহমদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরজু মিয়া,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরিদাস ভট্টাচার্য এবং আনসার ভিডিপির সদস্য সদস্যাবৃন্দ।
অনুষ্ঠানে শামীম আহমদ বলেন- মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি যুদ্ধে শহীদ হওয়া সকল মুক্তিযুদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করি।