সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র শিক্ষক-শিক্ষার্থীদের উপর গত ১৪ ডিসেম্বর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রীণল্যান্ড পার্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ। ওই ন্যাক্কারজন ও বর্বর ঘটনার পর দেশ-বিদেশের বিশ্বনাথবাসীসহ বিভিন্ন জেলা-উপজেলার সচেতন মহল নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
এক বিজ্ঞপ্তিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি মতছির খান, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও ট্রেজারার আজম খান বলেন, জঘন্য এঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। এজন্য আইন শৃংঙ্খলা বাহিনীসহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন নেতৃবৃন্দ।