জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয়
শাড়ির চালান,গাড়ি সহ ১জন কে গ্রেফতার করা হয়েছে ।
গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় এই অভিযান পরিচালনা করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে, এসআই রসুল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ টিম জৈন্তাপুর পুলিশ, উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকায় ফতেপুর টু গোয়াইনঘাট গামী একটি গাড়ি তল্লাসি চালিয়ে ভারতীয় ৪৯৯ পিস শাড়ী জব্ধ করেন।
যার বাজার মূল্য ৬ লাখ ৪৮ হাজার, ৭শত টাকা। এসময় পুলিশ পিকআপ গাড়ি জব্ধ করে এবং ১জন গ্রেফতার করা হয়।
আটক ফয়সাল আহমেদ (২৪) পিতা মোজাম্মিল আলী সাং রাধানগর, থানা গোয়াইনঘাট বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।