সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর সভার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৪ খ্রি: অনুষ্ঠিত । আজ সোমবার ১ জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময় লুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্টু আচার্যের পরিচালনায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ উৎসবের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাপ্রুচাই মারমা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, জগন্নাথপুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জঙ্গীনুর মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ ইউনুছ মিয়া সহ- সভাপতি, মো: ইমদাদুল হোসেন শিক্ষানুরাগী সদস্য, হাফছা বেগম মহিলা সদস্য, শিক্ষকবৃন্দ।
এছাড়া অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সজ্জাদুল হোসেন, মো: ইস্তাক হোসেন, আমিনুল হক, মো: মাসুম, রেজুয়ান ও মহিলা অভিভাবক বৃন্দ।
নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থী বই হাতে পেয়ে তারা অত্যন্ত খুশি।