সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলিগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিনের সমর্থক দুলন চৌধুরী ও তার সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামবাসী। বুধবার বিকেলে ধল বাজারে স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম মিন্টু। লিখিত বক্তব্য তিনি বলেন ,দুলন চৌধুরী বিগত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে নৌকার প্রার্থী আল আমিন চৌধুরীর সমর্থক দাবি করে তার বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।ভোটের দিন দুলন চৌধুরী তার বাহিনী নিয়ে নৌকার পক্ষে ধল আশ্রম ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে নৌকা প্রতীকে ভোট প্রদান করে।পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। থানা থেকে বাড়িতে এসে কাঁচির সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে, তার ভয়ে ধল গ্রামের কয়েক নিরীহ পরিবার নিরাপত্তা হীনতায় রয়েছেন। তার সন্ত্রাসী কর্মকান্ড থেকে রেহাই পেতে পুলিশের সহায়তা কামনা করেন এলাকা বাসী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রজত চৌধুরী, আলী আক্কাস মনোরঞ্জন বৈদ্য,শেখ বাবুল,রুবেল মিয়া, জমির উদ্দিন, আমির হোসেন, জুবেল মিয়া সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন।