সুনামগঞ্জের দিরাইয়ে Diakonie Kat astro phd hilde,Germany অর্থায়নে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪০০জন হতদরিদ্র দের এ কম্বল বিতরণ করা হয়।
অ্যাকশন ফর সোশ্যাল ডেভলপমেন্ট (এএসডি) দিরাই কতৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসডির দিরাই প্রকল্প ব্যবস্হাপক দেলোয়ার হোসেন,তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ।
এফও, অজিত কুমার দাস, এফও, তাড়ল ইউনিয়ন সন্তোষ চৌধুরী,এর উপস্হিতির মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন স্হানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি সহ এলাকার গুন্যমান্য লোকজন।