বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইকবাল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র বিতরণ করা হলো দুইজনের নামে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল টিমের ওপর হামলার, অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফ্রি ভর্তি কার্যক্রম শুরু

আব্দুল খালিক,দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধি :

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের ফ্রি’তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদেরকে বিনা মূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালিত হচ্ছে। নগরীর জল্লারপার রোডের পশ্চিম জিন্দাবাজাস্থ জিডিএফ কার্যালয়ে এই বিদ্যালয় অবস্থিত।
এই বিদ্যালয়ের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬ থেকে ৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারী ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে মোবাইল নাম্বার ০১৭১১-৪৮৫০৯০-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। বিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা সীমিত। প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই-বাছাই করে সাংগঠনিক ভাবে সুযোগ দানের ক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, দৃষ্টিহীন ছাত্রাবাসে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে দেশ-বিদেশের সকল শেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা