সুনামগঞ্জের ছাতকের মঈনপুরে ইউ.কে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও ইউ.কে প্রবাসী ভলিবল চ্যাম্পয়নশীপ-২০২৫ইং সমাপ্ত হয়েছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) বিকালে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় খেলা উপভোগ করতে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লার হাজারো মানুষ মাঠে উপস্থিত হয়। সমাপনী খেলায় জগন্নাথপুর ভলিবল দল এবং সুনামগঞ্জ আমরিয়া ভলিবল দল কে হারিয়ে চ্যাম্পয়নশীপ ট্রপি জিতে নেয়।
সাবেক ভলিবল খেলোয়াড় শাহেদুল হক শাহেদের পরিচালনায় প্রধান অতিথি হয়ে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপ-বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী লন্ডন প্রবাসী আব্দুল জলিল।
মঈনপুর জনতা ডিগ্রি কলেজের প্রভাষক শিলুর রহমান, আব্দুল হামিদ
বাবলু রহমান, মাষ্টার মতিউর রহমান রুহেল,সবিনয় আহমদ খাঁন।জাহিদ পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক,আব্দুল ছালিক,সাবেক ভলিবল খেলোয়াড় আনছার,সুখিয়ান খাঁন,
মাষ্টার দেলোয়ার হুসেন খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।