সুনামগঞ্জের ছাতক উপজেলায় সরকারি রাজস্ব বৃদ্ধিসহ জনসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সক্ষম হয়েছেন। বিশেষ করে, হাটবাজার ইজারা ব্যবস্থাপনার স্বচ্ছতা আনায় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে উপজেলার রাজস্ব আয় দ্বিগুণ হয়ে প্রায় ৪ কোটি টাকায় পৌঁছেছে।
২০২৪ সালের ১১ নভেম্বর ছাতকে যোগদানের পর থেকে তিনি দালালমুক্ত প্রশাসন, জনগণের জন্য উন্মুক্ত সরকারি সেবা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে সরকারি-বেসরকারি কার্যক্রমে গতি এসেছে, কমেছে জনভোগান্তি, এবং বেড়েছে সেবার মান। সাধারণ নাগরিকদের হয়রানি রোধে দাপ্তরিক কাজের তথ্য ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করেছেন, যা জনগণ ও গণমাধ্যমকর্মীদের জন্য তদারকি সহজ করেছে।
শুধু প্রশাসনিক উন্নয়নই নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় অগ্রগামী করতে পৌরসভার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছেন। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থাও করেছেন।
রমজান মাস সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি, যাতে অসাধু ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে। এ ছাড়া, উপজেলায় খেলার মাঠ, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, মিলনায়তন ও পাবলিক লাইব্রেরি নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনও মো. তরিকুল ইসলামের কর্মতৎপরতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।
ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি বলেন, “আমাদের উপজেলার ইতিহাসে এমন জনবান্ধব ইউএনও আমরা আগে দেখিনি। অল্প সময়েই তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।”
নিজের দায়িত্ব সম্পর্কে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, “সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় চেষ্টা করি মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করতে। যতদিন এখানে আছি, ছাতকের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”
জনসেবায় তাঁর নিষ্ঠা ও উদ্যোগের কারণে ছাতক উপজেলায় ইতোমধ্যেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যা প্রশংসার দাবিদার।