সুনামগঞ্জ ছাতকের জাউয়াবাজারে মাটি চাপায় নদীকে জীবন্ত হত্যা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
জাউয়া বাজার সেতুর পশ্চিম পাড় শ্যামলি কাউন্টার থেকে আকিল কমিউনিটি সেন্টার পর্যন্ত খালটিতে মাটি দিয়ে ভরাট করায় দোকানের মালিক মাও কুতুবউদ্দিনের উপর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাটি দিয়ে ভরাটকৃত খাল ৩ কার্যদিবসের মধ্যে খনন করার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।
উপজেলার জাউয়া বাজারে অবস্থিত সুরমার শাখা বোকা নদী আগে থেকে দখল উৎসবে বিলীন হলেও নতুন করে নদীটির সাথে অন্যান্য নদীর যোগাযোগের একমাত্র খালটি ভরাট করা হচ্ছে। তাছাড়া প্রতি বছর বর্ষায় এই খালে ঐতিহ্যবাহী নৌকার হাট বসতো। ফলে ভাটি অঞ্চল থেকে এই খাল দিয়ে সহজে নৌকার ক্রেতা-বিক্রেতা হাটে যাতায়াত করতেন। কিন্তু খালের সেই হাটও দখলের কাছে বিলীন হয়ে যাচ্ছে।
বাজারের খালটিতে মাটি দিয়ে ভরাট করে রাস্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে।
বুকী নদীতে বাজারে সব আবর্জনা পালানোর কারণে পানিতে রোগজীবাণু ছড়াচ্ছে। এ আবর্জনা নির্দিষ্ট একটি জায়গায় রাখার জন্য মাইকিং করে বাজারের সবাইকে সতর্ক করার জন্য জাউয়াবাজার ইউপির পরিষদের চেয়ারম্যান কে নির্দেশ দেন উপজেলা কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়।