বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইকবাল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র বিতরণ করা হলো দুইজনের নামে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল টিমের ওপর হামলার, অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের ক্বিরাআত প্রশিক্ষণের সমাপনী ও দোয়া মাহফিল

আব্দুল খালিক,দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধি :

আল-কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত প্রধান ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ আল কোরআন শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ক্বিরাআত প্রশিক্ষণ ও মুয়াল্লিম-মুয়াল্লিমা প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আখলাক আহমদ।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইওনিয়ার হসপিটালের পরিচালক মো. তামিম সুবহান বাবু, হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদের তত্ত্বাবধায়ক মুফতি ক্বারী কয়েছ আহমদ, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের হাফিজ মাওলানা ক্বারী এস. এম আমানাত উল্লাহ আল হেলাল।
মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্বারী কামাল উদ্দিন, মাওলানা ক্বারী এজহারুল ইসলাম ছাদি, ক্বারী আবু হানিফ মো. রায়হান, ক্বারী সোহাইল আহমদ, ক্বারী মছরুর আহমদ, ক্বারী নিছার আহমদ প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্বিরাআত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতদের মাগফেরাত কামনা এবং বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের বিপদ-আপদ থেকে রক্ষা ও অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া পরিচালনা করেন শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আখলাক আহমদ বলেন, যারা কোরআন শিক্ষা দেন এবং যারা গ্রহণ করেন তারাই সর্বোত্তম। পবিত্র কোরআন শান্তির শিক্ষা দেয়। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার উপর আমল করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। তিনি বলেন, কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আল-ক্বোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের কোরআন প্রশিক্ষণ সহ সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা