শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতক সুনামগঞ্জের উদ্যোগে বোরো ধান কর্তন ও নমুনা শষ্য কর্তন উৎসব পালিত সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ ধর্মপাশায় মোটর সাইকেল দিয়ে এক কৃষককে হত্যার ঘটনা তিনলাখ টাকায় ধামাচাপার চেষ্টা মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু দক্ষিণ সুরমার মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩, মামলা দায়ের সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগ ও জেলা আহবায়ক কমিটি গঠন শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাতক নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেটের সবুজবাগ তরুণ সংঘের আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আব্দুল খালিক,দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধি :

সবুজবাগ তরুণ সংঘের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশে অবস্থানরত গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে মঙ্গলবার (২৬ মার্চ) সিলেট নগরীর সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সবুজবাগ জামে মসজিদ এর মুতাওয়াল্লি সালেহ আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সবুজবাগ পাড়া কমিটির সেক্রেটারি ময়নুল আলম রানা।
রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সবুজবাগ তরুণ সংঘের প্রেসিডেন্ট আদিল আহমেদ, ক্লাব উপদেষ্টা খায়রুল ইসলাম জুয়েল, রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী, রোটারিয়ান আনোয়ার কবির টিপু, আবু ইউসুফ নোমানী, সংঘের সেক্রেটারি আরিফ ফাহিম সিদ্দিকী, রেজওয়ানুল ইসলাম, কামরুল ইসলাম, মোস্তাক আহমেদ খান সাজু, সুবেদ আহমদ, সুবের আহমদ প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে তরুণ সংঘের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। বক্তারা বলেন, মহান আল্লাহতায়া’লা এ মাসটিকে অফুরন্ত ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তাই আমাদের রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা