সবুজবাগ তরুণ সংঘের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশে অবস্থানরত গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে মঙ্গলবার (২৬ মার্চ) সিলেট নগরীর সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সবুজবাগ জামে মসজিদ এর মুতাওয়াল্লি সালেহ আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সবুজবাগ পাড়া কমিটির সেক্রেটারি ময়নুল আলম রানা।
রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সবুজবাগ তরুণ সংঘের প্রেসিডেন্ট আদিল আহমেদ, ক্লাব উপদেষ্টা খায়রুল ইসলাম জুয়েল, রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী, রোটারিয়ান আনোয়ার কবির টিপু, আবু ইউসুফ নোমানী, সংঘের সেক্রেটারি আরিফ ফাহিম সিদ্দিকী, রেজওয়ানুল ইসলাম, কামরুল ইসলাম, মোস্তাক আহমেদ খান সাজু, সুবেদ আহমদ, সুবের আহমদ প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে তরুণ সংঘের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। বক্তারা বলেন, মহান আল্লাহতায়া’লা এ মাসটিকে অফুরন্ত ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তাই আমাদের রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে।